
সংক্ষিপ্ত কলেজ পরিচিতি
১৯৩১ সালে প্রতিষ্ঠিত "হবিগঞ্জ কলেজ" কলেজ পরে "বৃন্দাবন কলেজ" এবং ১৯৭৯ সালের ৭ মে জাতীয়করণের ফলে এর নামকরণ হয় " বৃন্দাবন সরকারি কলেজ "। প্রাচীন ঐতিহ্যবাহী এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি হবিগঞ্জ জেলার প্রান কেন্দ্রে অবস্থিত।
বৃন্দাবন সরকারি কলেজ ওয়েবসাইটে স্বাগতম
শিক্ষার শেকড় তেতাে হলেও এর ফল মিষ্টি। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং এটি ব্যক্তির সর্বজনীন গুনাবলীর বিকাশ ও মানবসম্পদ উন্নয়নের নিয়ামক। জাতীয় উন্নয়ন নিশ্চিতকরণে প্রয়ােজন পরিকল্পিত শিক্ষা ব্যবস্থাপনা। নির্দিষ্ট পরিকল্পনা ও প্রয়ােজন অনুসারে অভিজ্ঞতা নির্বাচন করে আমরা শিক্ষা গ্রহণ করি। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলােকে “রূপকল্প ২০২১” সফল বাস্তবায়নের জন্য দক্ষ মানব সম্পদ অপরিহার্য। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে দক্ষ ও শিক্ষিত তরুণ সমাজ। সুশিক্ষার মাধ্যমে দক্ষ, দেশপ্রেমিক, আত্মনির্ভরশীল, কুসংস্কারমুক্ত, মর্যাদাবান ও নৈতিকমূল্যবােধ সম্পন্ন জাতিগঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা সফল ও সার্থক হওয়ার প্রত্যাশা করি।
প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বৃন্দাবন সরকারী কলেজঅধ্যক্ষ মহোদয়ের বানী
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার গুণগতমান অর্জনের ধারাবাহিক পরিবীক্ষন কার্যক্রমে ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের ঐতিহ্য , মূল্যবোধ , তথ্যসমূহ , শিক্ষক মন্ডলি , সিলেবাস , শ্রেণিশিক্ষা , বিভিন্ন পরিক্ষার তারিখসমূহ , নোটিশ প্রভৃতি ওয়েবসাইটে সন্নিবেশিত থাকবে। শুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের উপযুক্ত তত্ত্বাবধান করা যাবে।